
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
নারী শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী যাতায়াত সহজ করা এবং শিক্ষা কার্যক্রমে আরও উৎসাহ প্রদানের লক্ষ্যে বোয়ালখালীতে এম.টি.বি (MTB)-এর সৌজন্যে সাইকেল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২২ ডিসেম্বর ২০২৫ বোয়ালখালী উপজেলার বেঙ্গুরা কে বি কে আর বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে সাইকেল তুলে দেন এবং বক্তব্যে বলেন, বিদ্যালয়ে যেতে দূরত্ব যেন কোনোভাবেই শিক্ষার পথে বাধা না হয়—সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। নারী শিক্ষার প্রসার ও ঝরে পড়া রোধে এ ধরনের সহায়ক কার্যক্রম অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে বলে তারা মন্তব্য করেন। নিরাপদ ও নিয়মিত বিদ্যালয়মুখী যাতায়াত নিশ্চিত হলে শিক্ষার্থীদের উপস্থিতি ও শিক্ষায় অংশগ্রহণ আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
সাইকেল পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। অভিভাবকরাও এম.টি.বি’র এই মহতী উদ্যোগকে আন্তরিকভাবে সাধুবাদ জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৈয়দ মাহমুদ আখতার, সালমা ইসলাম, বিশ্বজিৎ বড়ুয়া, অলক কান্তি সেন, লিটন কুমার চৌধুরী, সৈয়দ মুহাম্মদ জামালুল ইসলাম, দীপেন চক্রবর্ত্তী, দিলীপ মল্লিকসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংশ্লিষ্টরা জানান, ভবিষ্যতেও নারী শিক্ষা উন্নয়ন ও শিক্ষার্থীদের সহায়তায় এ ধরনের সামাজিক উদ্যোগ অব্যাহত থাকবে।




















