
চট্টগ্রাম প্রতিনিধি:- পটিয়া পৌরসভা ৪ নম্বর ওয়ার্ড মাঝেরঘাটা শামসুল আলম এর পুএ মোরশেদুল আলম (৩৩)কে পৈতৃক বসতভিটা থেকে বঞ্চিত করার পায়তারা চালাচ্ছে মর্মে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় ভুক্তভোগী ব্যাংকের চাকরি হারিয়ে এখন ভাড়া বাসায় দিনযাপন করতে হচ্ছে। একদিকে ব্যাংকের চাকরিচ্যুত, অন্য দিকে পরিবারের তুচ্ছ তাচ্ছিল্য লোকজনের অবহেলা করে বসতভিটা থেকে বঞ্চিত করার পায়তারা ফলে ভাড়া বাসায় থাকা দুরূহ হয়ে পড়েছে, দিন দিন হতাশ হয়ে পড়ে মোরশেদুল আলম।
গত ২ অক্টোবর সকালে চাকরির হারিয়ে বাড়িতে ফিরলে মোরশেদ আলম কে বাড়িতে থাকতে দিচ্ছে না পরিবারের লোকজন এমন অভিযোগ তুলে এসংক্রান্ত বিষয়ে ১২ অক্টোবর মোরশেদুল আলম বাদী হয়ে পটিয়া থানায় শফিউল আলম সহ ৪ জনকে বিবাদী করে জিডি নং ৭৫৩ দায়ে করেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে। মোরশেদুল আলম জানান, পৈতৃক বসতভিটায় আমার ভাই -বোন থাকতে বসবাস করতে পারলে আমি কেন পারবনা তাই আমি এলাকাবাসী, সমাজ পটিয়া থানার ওসি কাছে ন্যায় বিচার প্রার্থনা করছি।




















