১১:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: সীতাকুন্ডে কোস্ট গার্ডের অভিযানে নিষিদ্ধ সংগঠনের নেতা আটক

  • প্রকাশের সময় : ০১:৪৫:০৯ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • 8

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলায় অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর অংশ হিসেবে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের এক নেতাকে আটক করা হয়েছে।

 

কোস্ট গার্ড সূত্র জানায়, রোববার (২১ ডিসেম্বর ২০২৫) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারী চট্টগ্রামের সীতাকুন্ড থানাধীন বড়কুমিরার সোনারপাড়া পিএইচপি গেট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মোঃ রফিক (৫৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

 

সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

 

তিনি জানান, আটককৃত মোঃ রফিক সীতাকুন্ড থানার নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের স্থায়ী কমিটির সদস্য। অভিযানের পর তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুন্ড মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

 

স্থানীয় এলাকাবাসী কোস্ট গার্ডের এই অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের তৎপরতা অব্যাহত থাকলে এলাকায় অপরাধ ও বিশৃঙ্খলা কমে আসবে বলে তারা আশাবাদী।

জনপ্রিয়

চলে গেলেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: সীতাকুন্ডে কোস্ট গার্ডের অভিযানে নিষিদ্ধ সংগঠনের নেতা আটক

প্রকাশের সময় : ০১:৪৫:০৯ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলায় অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর অংশ হিসেবে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের এক নেতাকে আটক করা হয়েছে।

 

কোস্ট গার্ড সূত্র জানায়, রোববার (২১ ডিসেম্বর ২০২৫) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারী চট্টগ্রামের সীতাকুন্ড থানাধীন বড়কুমিরার সোনারপাড়া পিএইচপি গেট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মোঃ রফিক (৫৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

 

সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

 

তিনি জানান, আটককৃত মোঃ রফিক সীতাকুন্ড থানার নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের স্থায়ী কমিটির সদস্য। অভিযানের পর তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুন্ড মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

 

স্থানীয় এলাকাবাসী কোস্ট গার্ডের এই অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের তৎপরতা অব্যাহত থাকলে এলাকায় অপরাধ ও বিশৃঙ্খলা কমে আসবে বলে তারা আশাবাদী।