
চট্টগ্রাম-৮ ( চান্দগাঁও, বোয়ালখালী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. আবু নাসের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
আজ সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) বিকাল ৩টায় তিনি চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের নিকট বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেন।
মনোনয়নপত্র দাখিলকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি ও চট্টগ্রাম ৮ আসনের পরিচালক মোহাম্মদ মোরশেদুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফর রহমান, চট্টগ্রাম মহানগর উত্তর ছাত্রশিবিরের সেক্রেটারি মোমিনুল হক, বোয়ালখালী উপজেলা আমীর ডা. খোরশেদ আলম, চান্দগাঁও থানা সেক্রেটারি জসিম উদ্দিন সরকার, বোয়ালখালী উপজেলা সেক্রেটারি ইমাম উদ্দিন ইয়াছিন। চান্দগাঁও থানা সহকারী সেক্রেটারি ওমর গণি, বোয়ালখালী উপজেলা সহকারী সেক্রেটারি জাহাঙ্গীর আলমসহ স্হানীয় নেতৃবৃন্দ।
চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, চট্টগ্রাম-৮ আসনের সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে সৎ, যোগ্য ও ন্যায়পরায়ণ নেতৃত্ব প্রত্যাশা করছে। একজন বিশিষ্ট ডাক্তার, সমাজসেবক ও আদর্শবান মানুষ হিসেবে ডা. আবু নাসের ইতোমধ্যে এ এলাকার মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন।
তিনি বলেন, ডা. আবু নাসের নির্বাচিত হলে চান্দগাঁও ও বোয়ালখালীকে সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত একটি আদর্শ জনপদ ও মডেল আসন হিসেবে জনগণকে উপহার দিবে ইনশাআল্লাহ।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন ও দোয়া থাকলে এই আসনে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত হবে। তিনি বলেন মনোনয়ন দাখিলের মধ্য দিয়ে চট্টগ্রাম-৮ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনী কার্যক্রম আরও গতিশীল হবে, ইনশাআল্লাহ।
মনোনয়ন পত্র দাখিল শেষে ডা. আবু নাসের বলেন, মানুষের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটাতে তিনি নির্বাচনে প্রার্থী হয়েছেন। জনগণের সমর্থন পেলে ন্যায়, ইনসাফ ও উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠায় কাজ করবেন বলেও জানান।
তিনি জনগণের অধিকার প্রতিষ্ঠায় নির্বাচনে অংশ নিয়েছেন। এবং তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পেলে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষেই রায় দেবেন।










