
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারে খ্রিস্টান ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন ও থার্টি ফাস্ট নাইট উদযাপনে নিরাপত্তা নিশ্চিত খ্রিস্টান ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন জেলা পুলিশ সুপার।
রোববার (২১ ডিসেম্বর) সকাল ১১ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড ) নোবেল চাকমা, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়েরসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ। এছাড়াও মৌলভীবাজার জেলার সকল উপজেলার বিভিন্ন চার্চ এবং পুঞ্জির প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন।
সভায় আসন্ন বড়দিন উদযাপনে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, গীর্জাসমূহের নিরাপত্তা এবং বড়দিনকে সামনে রেখে পুলিশ হেডকোয়ার্টার্সের বিভিন্ন নির্দেশনা এবং বড়দিনকে সামনে রেখে গির্জাগুলোতে সিসি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধ, স্বেচ্ছাসেবক নিয়োগসহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন বক্তারা।
এসময় পুলিশ সুপার বলেন, ‘ধর্মের চেয়ে বড় কিছু নেই। সকলের নিজ নিজ ধর্ম পালনের অধিকার রয়েছে। যদি কোন গোষ্ঠী কোন ধর্মীয় উৎসব পালনে বাধা সৃষ্টি করার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’











