
মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম):
বাংলাদেশ কিন্ডারগার্টেন ফোরাম (রাকিফো) আয়োজিত গোল্ড মেডেল বৃত্তি–২০২৫ পরীক্ষা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
২০ ডিসেম্বর রাউজানের রাউজান গ্রামার স্কুলে (কেন্দ্র–২) সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উক্ত পরীক্ষায় কেজি শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ২৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। রাউজান উপজেলার ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ বৃত্তি পরীক্ষায় অংশ নেয়।
পরীক্ষা কেন্দ্রটি সুষ্ঠুভাবে পরিচালনা করেন পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে নর্থ পয়েন্ট স্কুলের অধ্যক্ষ রিপন ভট্টাচার্য।
কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন রাউজান গ্রামার স্কুলের অধ্যক্ষ রুবেল নাথ।
সহকারী কেন্দ্র সচিব ছিলেন শাহ নাতোয়ান আদর্শ বিদ্যা নিকেতনের অধ্যক্ষ সুশীল কান্তি দাশ।
এছাড়া হল সুপার হিসেবে দায়িত্বে ছিলেন রাউজান চাইল্ড স্কুল ও রাউজান আর্ট স্কুলের পরিচালক শ্রীমান দাশ (শুভ)।
পরীক্ষা চলাকালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ পয়েন্ট ন্যাশনাল স্কুলের পরিচালক মোহাম্মদ নুরুল হুদা, হারপাড়া আইডিয়েল স্কুলের হারাধন মহাজন, এবং মধুমতী কিন্ডারগার্টেনের শিক্ষক সৌরভ বড়ুয়া।
আয়োজকরা জানান, এই বৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে উৎসাহ দেওয়া এবং কিন্ডারগার্টেন পর্যায়ের শিক্ষার মান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখাই এর মূল উদ্দেশ্য।











