
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের জেলা ডিএসবি কার্যালয়ে বার্ষিক পরিদর্শন করেছেন সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান।
রোববার (২১ ডিসেম্বর) সকালে ডিআইজি সুপারের কার্যালয়ে এসে পৌঁছালে ফুলেল শুভেচ্ছা জানান জেলা পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন।
এসময় ডিআইজি মৌলভীবাজার জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।
সালাম ও অভিবাদন গ্রহণ শেষে ডিআইজি মৌলভীবাজার জেলা ডিএসবিতে কর্মরত অফিসার ফোর্সের সাথে মতবিনিময় করেন। পরে তিনি ডিএসবি অফিসের বিভিন্ন রেজিস্ট্রার ও নথিপত্র পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।











