
বাঁশখালী থানা পরিদর্শন ও নির্বাচনকালীন দায়িত্ব পালনে নির্দেশনা প্রদান করলেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার
চট্টগ্রাম জেলা পুলিশের পুলিশ সুপার আজ বাঁশখালী থানা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দায়িত্ব পালনের করণীয় বিষয়ে সুস্পষ্ট দিকনির্দেশনা প্রদান করেন।
চট্টগ্রামের পুলিশ সুপার মহোদয় নির্বাচন সংক্রান্ত সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা ও দাপ্তরিক কার্যক্রম সরেজমিনে পর্যালোচনা করেন। এ সময় তিনি ব্যারাক, ডাইনিং, হাজতখানা ও অস্ত্রাগার পরিদর্শন করে সংশ্লিষ্ট নিরাপত্তা ব্যবস্থার অবস্থা পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে তিনি বিশেষভাবে নির্দেশ দেন—
অবৈধ অস্ত্র দ্রুত উদ্ধার করতে হবে,
চিহ্নিত ও তালিকাভুক্ত সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে হবে,
নিষিদ্ধ ঘোষিত সংগঠনের অপরাধীদের দ্রুত গ্রেপ্তার নিশ্চিত করতে হবে,
পাশাপাশি সাধারণ জনগণের পুলিশি সেবা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
তিনি সকল কর্মকর্তাকে সতর্ক করে বলেন, “নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করবে।”
পরিদর্শনকালে চট্টগ্রাম জেলা পুলিশ–এর পুলিশ সুপার মহোদয়ের সঙ্গে বাঁশখালী থানা–এর অফিসার ইনচার্জ খালেদ সাইফুল্লাহ, সেকেন্ড অফিসার মোঃ আরিফ হোসেন ও পুলিশ পরিদর্শক (তদন্ত)সহ থানার সকল অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।





















